সুন্দরবনে অভয়ারন্য অঞ্চলে মাছ ধরার অপরাধে ৭ জেলে আটক

আজিজুর রহমান নিজস্ব প্রতিনিধি ; সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসের সদস্যরা গহিন সুন্দরবনে অভয়ারন্য অঞ্চলে অনুপ্রবেশ করে মাছ ধরার সময় ৭ জেলেকে আটক করেছে । সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে বুড়িগোয়ালিনী বনস্টেশন অফিসার (এসও) নূর আলমের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনের আগুনজ্বালা খালে অনুপ্রবেশ করে মাছ ধরার সময় জেলেদের আটক করে। এসময় জেলেদের ব্যবহৃত ২টি নৌকা ও জাল সহ আনুসঙ্গিক মালামাল জব্দ করে আভিযানিক দল।

আটক জেলেরা হলেন- শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের আরশাদ সরদারের ছেলে খানজাহান আলী, খানজাহার আলীর ছেলে মারুফ বিল্লাহ, মোহর আলী গাইনের ছেলে নুর হোসেন, শহিদুর মোড়লের ছেলে আব্দুল আলিম, আরশাদ আলীর ছেলে হাফিজুর রহমান, মৃত শামছুর রহমানের ছেলে দলিল উদ্দীন এবং কয়রা উপজেলার কালিকাপুর গ্রামের সাহেব আলী সানার ছেলে আলমগীর সানা।

- Advertisement -

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ.কে.এম ইকবাল হোসেন চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, অভয়ারন্য অঞ্চলে অনুপ্রবেশ করে মাছ ধরার অপরাধে জেলেদের আটক করে বন আইনে সাতক্ষীরা আদালতে পাঠানো হবে।

এই বিভাগের আরও সংবাদ