সাতক্ষীরায় শ্যামনগরে বনবিভাগের অভিযানে শুটকি কারখানা ধ্বংস

শ্যামনগর সংবাদদাতা: সরকারের প্রচলিত বন নীতিমালা (২০০৮) উপেক্ষা করে সুন্দরবনের ৫ কিলোমিটারের মধ্যে শুটকি মাছের কারখানা স্থাপন করার অভিযোগে ধ্বংস করা হয়েছে। ১২ নভেম্বর শনিবার সকাল ১০ টার সময় যৌথ অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরা রেঞ্চের বুড়িগোয়ালীনি ও কদমতলা বন ষ্টেশন অফিসে সদস্যরা। এ সময়ে সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জ গ্রামে স্থাপিত সাইফুল ইসলাম, চিত্তরঞ্জন মন্ডল, নুর ইসলাম ও নজরুল ইসলামের শুটকি কারখানাগুলো ধ্বংস করা হয়। অভিযানের খবর আগাম টের পেয়ে কারখানা মালিকরা মালামাল ফেলে পালিয়ে যায়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল হোসেন চৌধুরী বলেন, সুন্দরবনের ৫ কিলোমিটারের ভিতরে কোন শুটকি কারখানা স্থাপন করা যাবে না। কিন্তু ওই ব্যক্তিরা আইন অমান্য করে শুটকি কারখানা স্থাপন করায় ধ্বংস করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যহত থাকবে তিনি জানান।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ