শ্যামনগরে প্রশ্ন ব্যাংকে মানসম্মত প্রশ্ন আপলোট, মডারেশন ও শিক্ষার মান উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: শ্যামনগর উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে ২৯ অক্টোবর সকাল ১০.০ টায় শ্যামনগর উপজেলা অডিটোরিয়ামে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোড, যর্শো-এর আয়োজনে প্রশ্ন ব্যাংকে মানসম্মত প্রশ্ন আপলোট, মডারেশন ও শিক্ষার মান উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ সিরাজুল ইসলাম বিদ্যালয় পরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোড, যশোর। সভাপতি জনাব মোঃ আক্তার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, শ্যামনগর, সাতক্ষীরা এর প্রতিনিধি হিসেবে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব তুষার কান্তি মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ কামাল হোসেন, প্রকৌশলী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোড, যশোর, জনাব মিনা হাবিবুর রহামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার। এছাড়া আরও উপস্থিত ছিলেন প্রশ্ন বাংকের সকল সহযোগী কর্মকর্তা ও উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যশোর বোর্ডে কোন কাজে আমার অফিসে ঘুস নেওয়া হয় না এবং তার কোন কর্মকর্তা কর্মচারীদের ঘুস না দেওয়ার জন্য সকলকে বিশেষ ভাবে অনুরোধ করেন। আমার অফিসে যে কোন সমস্যা নিয়ে আসলে আমি সাথে সাথে সমাধান করার চেষ্টা করব।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ