শ্যামনগরের কৈখালীতে এক গাঁজা ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিনিধি; কৈখালী উপকূল রক্ষী বাহিনী (কোস্টগার্ড) সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল গফুর মল্লিক নামে এক পেশাদার গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার (২৩ আগস্ট) বিকাল সাড়ে তিনটার দিকে কৈখালী ইউনিয়নের আজিজ মাস্টারের মোড় থেকে তাকে আটক করে। এসময় তাকে তল্লাশি করে ০১ কেজি গাঁজা জব্দ করে কোস্টগার্ড সদস্যরা। ওই ব্যক্তি কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামের মাজেদ মল্লিকের ছেলে। কৈখালী কোস্টগার্ড ইনচার্জ লেঃ জহুরুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, গাঁজা বিক্রির খবর গোপনে জানতে পেরে তার নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালিয়ে গাঁজা সহ আব্দুল গফুর মল্লিক কে আটক করে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, আটক গাঁজা ব্যবসায়ীকে আজ বুধবার সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হবে।