ময়মনসিংহের মুক্তাগাছায় পুত্রের হাতে পিতা ও ভাতিজার হাতে চাচী খুন

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের মুক্তাগাছার চেচুয়া বাজার এলাকায় ভাতিজার হাতে চাচী ও বড়গ্রাম ইউনিয়নের মির্জা কান্দা ফকিরবাড়ি এলাকায় পুত্রের হাতে পিতা হত্যার ঘটনা ঘটেছে। পৃথক দুটি ঘটনায় থানায় মামলা হয়েছে। উভয় ঘটনায় পুলিশ হত্যাকারীদের গ্রেফতার করেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে থানা পুলিশ। পুলিশ জানায়, বুধবার বেলা ১২টার দিকে উপজেলার মির্জা কান্দা গ্রামের ইমান আলীর (৭০) পুত্র জহিরুল ইসলাম (৪০) দীর্ঘদিন যাবত মানসিক বিকারগ্রস্ত। বুধবার বেলা ১২টার দিকে জহিরুল তার নিজ স্ত্রীর সাথে ঝগড়ার এক প্রর্যায়ে পিতা ইমান আলী বাধাঁ দিতে পাশে থাকা দা দিয়ে পিতার কাদে কুপ দিলে ঘটনাস্থলেই ইমান আলীর মৃত্যু হয়।

অন্যদিকে, মঙ্গলবার রাত ৮টার দিকে দুল্লা ইউনিয়নের চেচুয়া বাজার সংলগ্ন ঋষিপল্লীতে ক্ষুদিরাম রবিদাসের পুত্র জহুর রবিদাস পারিবারিক কলহের জেরে তার চাচী জলন্তী রবিদাসকে (৪৫) ছুরিকাঘাতে গুরুতর আহত করে। পরে জলন্তীকে স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে জহুর রবিদাস থানায় এসে স্বেচ্ছায় ধরা দিয়ে পুলিশের কাছে খুনের লোমহর্ষক বর্নণা দেন। পুলিশ ঘটনাস্থল থেকে ২টি লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘটনার সত্যতা স্বীকার করে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় থানায় দুটি হত্যা মামলা হয়েছে এবং দুই ঘাতককেই গ্রেফতার করা হয়েছে।

- Advertisement -

এই বিভাগের আরও সংবাদ