কবিতাঃ ‘সততার জয়’, কবিঃ মনোরঞ্জন মল্লিক

জ্ঞানহীন চিরদিন সীমাহীন বলে,
বাজে কাজ করেসাঁঝ লোক মাঝ চলে।
চিরদুখ নাহিসুখ মরা মুখ হবে,
বেশি শোক যাই হোক দুষ্টলোক পাবে।

জ্ঞানী বলে মান হলে সামনে চলে হেন,
নীতিহারা কর্ম ছাড়া দুঃখী তারা যেন।
গুনবান রাখে মান খ্যাতিমান জনে,
সুখকর বাতিঘর শ্রেষ্ঠবর মনে।

- Advertisement -

ধামাধরা কর্মকরা মর্মমরা থাকে,
মনিকান্ত প্রাণবন্ত পড়ে গ্রন্থ ফাঁকে।
মুক্তমন দীর্ঘক্ষণ প্রাণপণ থাকে,
ক্ষীণপ্রাণ নাই ঘ্রাণ ম্রিয়মাণ রাখে।

ভুল কর্ম ক্ষত মর্ম করে ধর্ম খর্ব,
সত্য কথা যথা-তথা সুখগাঁথা সর্ব।
মিথ্যা কয় লোকভয় পরাজয় হবে,
দুষ্টমতি হীন অতি নীচগতি রবে।

বাঁচে বেশ মোর কেশ দুষ্টু শেষ হলে,
মন্দ কাজ করে লাজ ভালে ভাঁজ ফলে।
এসো বলি সুখে চলি নিরিবিলি থাকি,
সৎ পথে সচল রথে বন্ধু সাথে রাখি।

এই বিভাগের আরও সংবাদ