কবিতাঃ ষাট করেছ পার, কবি–সিরাজ ইকরাম

আজকে তুমি বুঝলে যে ভাই
তোমার ছিল কি দায়
য়খন নিলে বিদায়।

সুন্দরবনে সুন্দর মনে
করলে জীবন পার
হয়ে সফি স্যার।

- Advertisement -

বিদায় নিতে হবে জেনে
খুব পেয়েছ শোক
করেছ স্ট্রোক।

ছেলেমেয়ে গুলো তোমার
জীবনে সফল
চোখে কেন জল।

বিদ্যালয়ে থাকতে তুমি
পারবে নাতো আর
ষাট করেছ পার।

এই বিভাগের আরও সংবাদ