কবিতাঃ বর্ষায় গ্রাম, কবি-মনোরঞ্জন মল্লিক
রিমঝিম বর্ষা
চারিদিকে পড়ে,
মা-বোনেরা তখন
নব কাঁথা গড়ে।
কাদাময় পথেই
লোকজন চলে
অবিরাম বর্ষা
মাঠ ডুবে জলে।
থই থই পানিতে
চারিদিক ভরা,
মনোহর দৃশ্য
আমোদিত ধরা।
গোয়ালের ধেনুরা
হাম্বা যে রবে,
রাখালকে দেখেই
শান্ত যে হবে।
কবি পরিচিতি: কবি মনোরঞ্জন মল্লিক, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী ধূমঘাট গ্রামে ১৯৮৭ সালের ২২ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি বাংলা ভাষা ও সাহিত্যে প্রথম শ্রেণীতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি খুলনার দৌলতপুর মুহসিন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সহকারী শিক্ষক বাংলা পদে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক বাংলা পদে কর্মরত আছেন। তিনি সাহিত্যের বিভিন্ন শাখায় লেখালেখি করে থাকেন।