এবার নতুন ভাবে ফিরলেন ডলি সায়ন্তনী

এক সময় গান নিয়ে তুমুল ব্যস্ত সময় পার করতেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। তবে গেল কয়েক বছর তাকে খুব একটা পাওয়া যায়নি গানে। কিন্তু মাঝে সিনেমার গানে দেখা গেছে ‘হে যুবক’খ্যাত এই গায়িকাকে। এবার ডলি সায়ন্তনী গানের ভুবনে ফিরেছেন নতুন আঙ্গিকে।

সম্প্রতি পুরোনো ৭টি জনপ্রিয় গান নতুন সংগীতায়োজনে গেয়েছেন ডলি। গানগুলো হলো- ‘আমার কোনো চাওয়া নাই’, ‘হায়রে আমার এমনই কপাল’, ‘অন্তরে অসুখ’, ‘যে ভুলের কারণে’, ‘আজ জীবনের প্রান্তে দাঁড়িয়ে’, ‘বাংলাদেশি মেয়ে আমি’ ও ‘নিতাইগঞ্জ’। মূল সুর ঠিক রেখে গানগুলোর নতুন সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ ও রকি।

- Advertisement -

ডলি সায়ন্তনী জানান, ‘ভক্ত-শ্রোতারা প্রায়ই আমাকে অনুরোধ করেন পুরোনো গান নতুন করে গাওয়ার। বিশেষ করে যারা দেশের বাইরে থাকে। আর ভক্ত-শ্রোতারা তো আছেই। তাদের কথা ভেবে গানগুলো নতুন করে তৈরি করেছি। তাছাড়া পুরোনো গানগুলো নতুন করে ভিডিও আকারে প্রকাশ করলে এই প্রজন্মের শ্রোতারাও শুনতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন। গানগুলো ধারাবাহিক ভাবে প্রকাশ করা হবে।’

জনপ্রিয় এই গায়িকা জানান, গানগুলোর ভিডিও নির্মাণের কাজ চলছে। এর মধ্যে তার ইউটিউব চ্যানেলে প্রকাশ হচ্ছে পিয়ানোর মাধ্যমে গাওয়া ‘হায়রে আমার এমনই কপাল’ গানটি। বাকি গানগুলোও পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।

এই বিভাগের আরও সংবাদ